ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কৃষি জমির মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
কৃষি জমির মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা  ...

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় কৃষি জমির মাটি বিক্রি করায় শহীদুল আলম নামের এক ব্যাক্তিকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

সোমবার (২ জানুয়ারি) দুপুরের দিকে রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের গজালিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম বাংলানিউজকে বলেন, রাঙ্গুনিয়া থানা পুলিশের সহায়তায় গজালিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই এলাকায় কৃষি জমিতে টপ সয়েল কেটে বিক্রি করছিলেন শহীদুল আলম।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে  মাটি কাটার সত্যতা পাওয়ায় এ জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।