ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

প্যাসিফিক জিন্সের কারখানা পরিদর্শন করলেন সিআইইউর শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৭, ডিসেম্বর ২০, ২০২২
প্যাসিফিক জিন্সের কারখানা পরিদর্শন করলেন সিআইইউর শিক্ষার্থীরা প্যাসিফিক জিন্স লিমিটেডের কারখানা পরিদর্শন করেন সিআইইউর বিজনেস স্কুলের শিক্ষার্থীরা।

চট্টগ্রাম: ক্লাসরুমের বাইরে ব্যবহারিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের এগিয়ে নিতে চট্টগ্রামের বড় শিল্পপ্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স লিমিটেডের কারখানা পরিদর্শন করেছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) বিজনেস স্কুলের দুটি বিভাগের শিক্ষার্থীরা।  

সম্প্রতি কোর্সওয়ার্কের অংশ হিসেবে সিআইইউর অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থীরা সিইপিজেডের প্যাসিফিক জিন্স লিমিটেডের কারখানাটি পরিদর্শনে যান।

 

এ সময় তারা প্রতিষ্ঠানটির উৎপাদন প্রক্রিয়ার ধরন, লোকবল, অপারেশন্স পদ্ধতি, বাজারজাতকরণসহ নানা দিকগুলো ঘুরে দেখেন। পরিদর্শন কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিআইইউর বিজনেস স্কুলের অধ্যাপক ড. মোহাম্মদ নাঈম আবদুল্লাহ, সহযোগী অধ্যাপক ড. ইমন কল্যাণ চৌধুরী ও প্রভাষক উম্মে হুমায়রা।

 

পরিদর্শনকালে প্যাসিফিক জিন্স লিমিটেডের এজিএম অজয় শীল শিক্ষার্থীদের কারখানার পুরো প্রক্রিয়ার বিষয়ে ধারণা দেন। এ সময় তিনি চমৎকারভাবে শিক্ষার্থীদের প্রশ্নেরও জবাব দেন। এর আগে প্রতিষ্ঠানটির উৎপাদনের নানান দিক তুলে ধরেন ঊর্ধ্বতন কর্মকর্তা ভিক্টর হোড়।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।