ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নালায় নবজাতকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪১, ডিসেম্বর ১৯, ২০২২
নালায় নবজাতকের মরদেহ

চট্টগ্রাম: হাটহাজারীর চৌধুরীহাটে একটি নালা থেকে এক নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার চৌধুরীহাট এলাকার শাহাজালাল স্কুলের পেছনের একটি নালা থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

হাটহাজারী মডেল থানার উপ পরিদর্শক (এসআই) নুরে এ হাবিব ফয়সাল বাংলানিউজকে বলেন, নবজাতকটির দেহে পঁচন ধরেছে। উদ্ধারের পর মরদেহটি গাউছিয়া কমিটির মাধ্যমে স্থানীয় সুলতান নসরত শাহ জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এক রিকশাচালক ওই স্কুলের পেছনে প্রশ্রাব করতে গেলে নালায় নবজাতকটি পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ খবর দেওয়া হয়।  

মরদেহের নাম পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।