ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাস থেকে অস্ত্রসহ যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
বাস থেকে অস্ত্রসহ যুবক গ্রেফতার উদ্ধার করা অস্ত্র ও গুলি

চট্টগ্রাম: সীতাকুণ্ড এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাস থেকে অস্ত্রসহ মো. জাবেদ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।  

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিরার পরী রাস্তার মাথা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 
গ্রেফতার জাবেদ সন্দ্বীপ উপজেলার উড়িরচরের মো. ইব্রাহিমের ছেলে।  

গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) আসাদুজ্জামান।

 

তিনি বলেন, নগরের অলংকার মোড় থেকে সীতাকুণ্ডগামী একটি বাসে সন্দ্বীপের উড়িরচরে যাচ্ছিলেন জাবেদ। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসে অভিযান চালিয়ে জাবেদের ব্যাগ থেকে একটি ওয়ান শুটারগান ও সাতটি গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, জাবেদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা করা হবে।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।