ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি বাংলাদেশ মেনে নিতে পারেনি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২২
মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি বাংলাদেশ মেনে নিতে পারেনি বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা অধ‍্যাপক মোহাম্মদ মঈনুদ্দিন

চট্টগ্রাম: ১৯৭১ সালে যারা আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা বিগত ৫০ বছরেও আমাদের স্বাধীনতা মেনে নিতে পারেনি। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধির বিরুদ্ধে এসব জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের চক্রান্ত আজও থেমে নেই।

তারাই বঙ্গবন্ধুর কালজয়ী নেতৃত্বে বাঙালির জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতাকে বিনষ্ট করার জন‍্য নানামুখী অপচেষ্টা চালিয়ে আসছে অব্যাহতভাবে।  

তারা মুক্তিযুদ্ধের সব অর্জন ও চেতনা ধ্বংস করে বাংলাদেশকে আফগানিস্তানের মতো জঙ্গি রাষ্ট্র বানাতে চায়।

কিন্তু তাদের মনে রাখা উচিত কারও চোখ রাঙানিতে ভয় পেয়ে বাংলাদেশের থমকে দাঁড়ানোর দিন শেষ হয়ে গেছে। এদের বিরুদ্ধে একাত্তরের মতো মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে নগরের দোস্ত বিল্ডিংয়ে মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডারস ফোরাম আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।  

সংগঠনের চট্টগ্রাম জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা অধ‍্যাপক মোহাম্মদ মঈনুদ্দিন।  

প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। আলোচনা করেন সংগঠনের নগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, সহ সভাপতি ফোরকান উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইফতেখার রাসেল, সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক খান, নারীবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাইফুন নাহার খুশী, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, ডা. ফজলুল হক সিদ্দিকী, মোহাম্মদ কামাল উদ্দিন, অ্যাডভোকেট সৈকত দাশগুপ্ত, কামাল হোসেন রিজভী, শহিদুল আলম লিটন, মোস্তাফিজুর রহমান বিপ্লব, সোহেল ইকবাল, অ্যাডভোকেট এনায়েত উল্লাহ, মো. আবদুর রহিম, এমএএইচ মানিক, এমএ হাসান, সাদিয়ান মুনতাসীর রাফি, মোস্তফা কামাল পাশা, মোহাম্মদ শাকিল, মামুন হোসাইন প্রমুখ।  

অনুষ্ঠানে বিজয়ের মহানায়ক জাতির মহান স্থপতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২২
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।