ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিজয় দিবসে উদীচী চট্টগ্রামের নানা আয়োজন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
বিজয় দিবসে উদীচী চট্টগ্রামের নানা আয়োজন 

চট্টগ্রাম: মহান বিজয় দিবস উপলক্ষে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের উদ্যোগে দিনব্যাপী ‘মুক্তিযুদ্ধের আলোকচিত্র’ প্রদর্শনক এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।  

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে চেরাগি চত্বরে ‘মুক্তিযুদ্ধের আলোকচিত্র’ প্রদর্শন।

বিকেলে হবে চেরাগির নন্দন বইঘরের সামনে বিজয় মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন।

মঞ্চে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের শিল্পীরা গণসঙ্গীত ও দেশের গান পরিবেশন করবেন। এছাড়া একক ও দলীয় সঙ্গীত, আবৃত্তি, নৃত্যসহ আরও নানা আয়োজন করা হয়েছে।  

বিজয় দিবসের এ আয়োজনে সর্বস্তরের মানুষকে অংশ নেয়ার অনুরোধ করেছেন উদীচী চট্টগ্রাম জেলা সংসদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. চন্দন দাশ ও সাধারণ সম্পাদক অধ্যাপিকা শীলা দাশ গুপ্তা।  

বাংলাদেশ সময়: ২২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।