ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আগ্রাবাদের আল সাফী হোটেলকে দেড় লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
আগ্রাবাদের আল সাফী হোটেলকে দেড় লাখ টাকা জরিমানা ...

চট্টগ্রাম: নগরের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল এলাকার আল সাফী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন।

 

চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী জানান, হোটেলটির ভেতরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি এবং অপরিচ্ছন্ন ফ্রিজে কাঁচা ও রান্না করা মাংস একই সঙ্গে সংরক্ষণ করার অপরাধে জরিমানা করা হয়েছে।  

অভিযানকালে চসিকের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।