ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে রক্তকরবীর ‘ও আলোর পথযাত্রী’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে রক্তকরবীর ‘ও আলোর পথযাত্রী’

চট্টগ্রাম: শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুলকির সুগত প্রসাদ মুক্তমঞ্চে রক্তকরবী আয়োজন করেছে ‘ও আলোর পথযাত্রী’ শিরোনামে সঙ্গীতালেখ্য। কথামালা ও মুক্তিযুদ্ধের সময়ের দেশের গানে সাজানো ছিল অনুষ্ঠানটি।

এতে একক, দ্বৈত ও সমবেত ২২টি গান পরিবেশন করা হয়।  

বুধবার (১৪ ডিসেম্বর) এ আয়োজনে কথামালায় ছিলেন কণ্ঠযোদ্ধা সঙ্গীতজ্ঞ শীলা মোমেন।

 

তিনি বলেন, একাত্তরে দাম দিয়েছি অনেক। ঘরে ঘরে হারিয়েছি স্বজন। বুদ্ধিজীবী হত্যা সে সময়ের এক রক্তাক্ত বীভৎস কালো অধ্যায়। বাংলার ইতিহাস, ত্যাগের ইতিহাস। ৪৭ এ দেশভাগের পর ৫২ থেকে শুরু করে ৭১ সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত একটি স্বাধীন দেশ পেতে অনেক রক্তক্ষয়ী সংগ্রামের ভেতর দিয়ে যেতে হয়েছে আমাদের। লাখো শহীদের প্রাণের বিনিময়ে পেয়েছি স্বাধীন বাংলাদেশ।  

রক্তকরবী প্রজন্ম থেকে প্রজন্মে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত রাখতে সচেষ্ট। সেই চেতনা থেকেই বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে মুক্তিযুদ্ধের শহীদদের।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।