ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর, গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর, গ্রেফতার ৩

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার আলমাস সিনেমা হলের সামনে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের মামলায় জড়িত ছাত্রদল ও যুবদলের ৩ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ ডিসেম্বর)  বিকেলে পৌনে পাঁচটার দিকে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতাররা হলেন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ সভাপতি মো. ইরফানুল হাসান রকি (৩২), মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আরিফুর রহমান (৩২) ও মহানগর  যুবদলের সদস্য মো. নজরুল ইসলাম (৩০)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বাংলানিউজকে বলেন, বুধবার রাতে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় যুবদল ও ছাত্রদলের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে।

সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে বিকাল পাঁচটার দিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২২
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।