ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় আওয়ামী লীগের অফিস ভাঙচুর 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২২
লোহাগাড়ায় আওয়ামী লীগের অফিস ভাঙচুর  ...

চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে।  

বুধবার (৭ ডিসেম্বর)  দিবাগত রাত আড়াইটার দিকে নোয়াবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু বাংলানিউজকে বলেন, হঠাৎ করে মধ্যরাতে চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের অফিস ভাঙচুর করা হয়েছে। কে বা কারা ভাঙচুর করেছে আমাদের জানা নেই।

সন্দেহ হচ্ছে, বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা এই ঘটনা ঘটাতে পারে। এ বিষয়ে প্রশাসন তদন্ত করছে।  

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে চরম্বা ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের ভাঙচুর করা হয়েছে।  এ ঘটনায় মাহমুদুল হক নামে এক ব্যক্তি থানায় মামলা করেছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনও গ্রেফতার করা যায়নি।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।