ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

গ্রেফতার করে বিএনপির গণজোয়ার ঠেকানো যাবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৩, ডিসেম্বর ৭, ২০২২
গ্রেফতার করে বিএনপির গণজোয়ার ঠেকানো যাবে না

চট্টগ্রাম: গ্রেফতার ও নির্যাতন চালিয়ে বিএনপির গণজোয়ার রোধ করা যাবে না বলে মন্তব্য করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।

বুধবার (৮ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম আদালতে হাজিরা শেষে কোট চত্বরে তিনি এ মন্তব্য করেন।

 

ডা. শাহাদাত বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকা সমাবেশকে কেন্দ্র করে দেশব্যাপী গণ গ্রেফতার চালাচ্ছে। দেশে কোনও আইনের শাসন নেই, মানবাধিকার ও গণতন্ত্র নেই।

সরকারের বিরুদ্ধে কিছু বললেই মামলা-নির্যাতন শুরু হয়। রাষ্ট্রীয় হামলা ও গ্রেফতার একটি স্বাধীন রাষ্ট্রের জন্য কলঙ্কজনক অধ্যায় ছাড়া আর কিছুই নয়।  

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য অ্যাডভোকেট মফিজুল হক ভুঁইয়া, অ্যাডভোকেট তারেক আহমেদ, অ্যাডভোকেট এম আনোয়ার হোসেন, অ্যাডভোকেট নেজাম উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২২
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।