চট্টগ্রাম: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উদ্যোগে ইন্টারনেট অফ থিংকিং (আইওটি) বিষয়ক প্রজেক্ট প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আওরঙ্গজেব।
সম্প্রতি বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আওরঙ্গজেব বলেন, পৃথিবী আজ এগিয়ে চলছে প্রযুক্তির মাধ্যমে।
কম্পিউটার সায়েন্স বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও বিভাগের শিক্ষক অভিজিৎ পাঠকের তত্ত্বাবধানে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আ ন ম ইউসুফ চৌধুরী, ইংরেজী বিভাগের চেয়ারম্যান মো. খালেদ বিন চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো. নুরুল আবছার প্রমুখ।
প্রদর্শনীতে আইওটি নির্ভর ১৩টি প্রজেক্ট ছাত্র-ছাত্রীরা প্রদর্শন করেন।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২২
এমআর/টিসি