ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ধানক্ষেতে পাওয়া গেলো নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
ধানক্ষেতে পাওয়া গেলো নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ

চট্টগ্রাম: বোয়ালখালীতে নিঁখোঁজের ৪ দিন পর সিএনজি অটোরিকশা চালক মো. হেলালের (৩৯) লাশ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার আমুচিয়া ইউনিয়নের একটি ধানক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার হয়।

 

নিহত হেলাল বাড়ি নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার চাঁন মিয়ার ছেলে। তিনি বোয়ালখালীর জমাদারহাট এলাকায় দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় থাকতেন।

 

নিহতের স্ত্রী নাজমা আকতার জানান, হেলাল গত ২৯ নভেম্বর দুপুরে ভাত খেয়ে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন। এরপর থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া পাওয়া যায়নি । পরেরদিন থানায় এনিয়ে একটি সাধারণ ডায়েরি করেছিলাম।  

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, একটি ধানক্ষেত থেকে নিখোঁজ চালক হেলালের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটিতে পচন ধরে গেছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে সিএনজি অটোরিকশাটি পাওয়া যায়নি। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অটোরিশার মালিক রাশেদকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২২
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।