ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সাংবাদিক মুস্তফা নঈমের ছেলে ইলহাম আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৭, নভেম্বর ৩০, ২০২২
সাংবাদিক মুস্তফা নঈমের ছেলে ইলহাম আর নেই মোস্তফা ইলহাম।

চট্টগ্রাম: কালের কণ্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য মুস্তফা নঈমের ছেলে মোস্তফা ইলহাম (১১) আর নেই। বুধবার (৩০ নভেম্বর) সকালে নগরের একটি বেসরকারি হাসপাতালে ইলহাম মারা যায় (ইন্নালিল্লাহি...রাজিউন)।

সে দীর্ঘদিন অসুস্থ ছিল।  

বুধবার বাদ জোহর নগরের বাকলিয়া খাজা রোডে (হানিফের দোকানের পাশে) জানাজা ও মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

ইলহামের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।

শোকবার্তায় তাঁরা বলেন, এই ছোট্ট সোনামণির মৃত্যু খুবই কষ্টের। মেনে নেওয়া যায় না। তবুও বিধাতার ডাকে সে সাড়া দিয়েছে আমাদের মেনে নিতেই হবে। আমরা শোকাহত পরিবারের প্রতি গভীর শোক, সমবেদনা জানাই।

পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম। সাংবাদিক নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।  

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।