ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

রমিজের প্রশ্ন, ‘পাকিস্তান না খেললে ভারতে বিশ্বকাপ কে দেখবে?’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
রমিজের প্রশ্ন, ‘পাকিস্তান না খেললে ভারতে বিশ্বকাপ কে দেখবে?’

আগামী বছর সেপ্টেম্বরে এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। ঠিক এর পরপরই ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে ভারতের।

কিন্তু তা নিয়ে এখনই উত্তাপ ছড়াচ্ছে। কেননা ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিসিআই জানিয়েছে, এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না তারা। বরং নিরপেক্ষ ভেন্যুতে হবে এশিয়া কাপ। এই ইটের জবাবে পাটকেল ছুঁড়লেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা।

ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান না গেলে, পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারত যাবে না। এমন কথা সাফ জানিয়ে দেন রমিজ রাজা। শুধু তা-ই না পাকিস্তান না থাকলে বিশ্বকাপ কেউ দেখবে না বলে জানান তিনি।

উর্দু নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘যদি পাকিস্তান পরের বছর ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে না খেলে, তাহলে বিশ্বকাপ কে দেখবে? আমাদের অবস্থান পরিষ্কার।  ভারতীয় দল যদি এখানে আসে তবেই আমরা বিশ্বকাপ খেলতে যাব। যদি তারা এখানে না আসে, তাহলে আমাদের ছাড়াই বিশ্বকাপ খেলতে পারে। আমরা আক্রমণাত্মক থাকব। ’

রমিজ রাজা আরো বলেন, ‘আমাদের দল পারফরম্যান্স দেখাচ্ছে। আমি সবসময়ই বলেছি পাকিস্তান ক্রিকেটের অর্থনৈতিক অবস্থার উন্নতির প্রয়োজন এবং সেটা তখনই হতে পারে যখন আমরা ভালো পারফর্ম করব। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা ভারতকে হারিয়েছি, এশিয়া কাপে তাদের হারিয়েছি। এক বছরে পাকিস্তান ক্রিকেট দল শতকোটি ডলারের দলকে দুইবার হারিয়েছে। ’

গত মাসে বিসিসিআইয়ের সাধারণ সম্পাদক জয় শাহ বলেছিলেন, ‘আমরা পাকিস্তানে খেলতে যাব না। এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হতে পারে। পাকিস্তানে দল যাবে কি না সেই সিদ্ধান্ত সরকার নেয়। সেটা নিয়ে আমরা কোনও মন্তব্য করব না। ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে। ’

বাংলাদেশ সময় : ২১২৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২২
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।