ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

অভিষেকেই হ্যাটট্রিক বাংলাদেশের ফারিহার

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২২
অভিষেকেই হ্যাটট্রিক বাংলাদেশের ফারিহার ছবি : শোয়েব মিথুন

অভিষেকের অপেক্ষা অনেকদিন ধরেই করছিলেন ফারিহা তৃষ্ণা। অবশেষে এলো মাহেন্দ্রক্ষণ।

ফারিহা কাজে লাগালেন দুর্দান্তভাবে। সিলেটের পড়ন্ত বিকেলে করে ফেললেন হ্যাটট্রিক। তিন বলে তিন ব্যাটারকে করলেন বোল্ড।  

মাত্র দ্বিতীয় বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিকের কৃতিত্ব দেখালেন ফারিহা। এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২০১৮ সালে এমন কীর্তি ছিল ফাহিমা খাতুনের।

নারীদের বিশ্ব ক্রিকেটেও এমন রেকর্ড ছিল একটাই। মালদ্বীপের বিপক্ষে নিজের আন্তর্জাতিক অভিষেকেই হ্যাটট্রিক করেছিলেন নেপালের অঞ্জলী চাঁদ।  

ইনিংসের ষষ্ঠ ওভারে নিজের তৃতীয় ওভার করতে আসেন ফারিহা। দ্বিতীয় বলেই তিনি পেয়ে যান প্রথম উইকেট। উইনিফ্রেড দুরাইসাঙ্গামকে বোল্ড করেন। দ্বিতীয় বলেও একইভাবে আউট হন ম্যাশ এলাইসা। এরপর মাহিরাহ ইজ্জতি ঈসমাইলকে বোল্ড করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন ফারিহা।  

সতীর্থরা জড়িয়ে ধরেন তাকে। এক লাফে ফারিহার কোলে উঠেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নিজের চার ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট নেন ফারিহা।  

বাংলাদেশ সময় : ১৫৩০, অক্টোবর ৬, ২০২২
এমএইচবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।