ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

ক্রিকেট

শুরুতে উইকেট না হারানোর লক্ষ্য ছিল আফগানিস্তানের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৫, আগস্ট ৩১, ২০২২
শুরুতে উইকেট না হারানোর লক্ষ্য ছিল আফগানিস্তানের

হার দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে হারটা ৭ উইকেটের বড় ব্যবধানের।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ১২৮ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। ওই লক্ষ্য ৯ বল হাতে রেখেই টপকে যায় আফগানরা।

মাঝে কিছুটা বিপদে অবশ্য পড়েছিল তারা। বিশেষত মোহাম্মদ সাইফউদ্দিনের বলে মোহাম্মদ নবী আউট হওয়ার পর। তবে নজিবউল্লাহ জাদরানের ঝড়ে উড়ে গেছে সব। ম্যাচশেষে দলটির অধিনায়ক নবীও জানালেন, ভরসা ছিল তাদের।

তিনি বলেছেন, ‘প্রত্যেকের জানা, ডেথে আমাদের পাওয়ার হিটাররা আছে। এ কারণে আমরা নিশ্চিত করতে চেয়েছিলাম, শুরুতেই যেন উইকেট না হারাই এবং যেন আমাদের পাওয়ার হিটাররা ম্যাচ শেষ করতে পারে। ’

দলের বোলিং নিয়ে নবী বলেছেন, ‘সবাই জানে রশিদ ও মুজিব বিশ্বমানের স্পিনার, এ কারণে আমরা প্রথম ১০ ওভার ম্যাচে ছিলাম। শুরুতেই কয়েকটি উইকেট পেয়ে যাওয়ায় আমরা এগিয়ে ছিলাম। ’

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।