ঢাকা, রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

সাকিব বলেছিলেন চারটি ছক্কা, হয়েছে পাঁচটি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
সাকিব বলেছিলেন চারটি ছক্কা, হয়েছে পাঁচটি ছবি: শোয়েব মিথুন

যদিও প্রস্তুতি ম্যাচ। খুব সিরিয়াস কিছু না অবশ্যই।

তবুও দৃষ্টিটা এখানে বেশ তীক্ষ্ম। টি-টোয়েন্টিতে বাংলাদেশ খোলস বদলে ফেলবে, এমন আওয়াজ চলছে বেশ জোরে। ম্যাচ আবহের প্রস্তুতিতে অবশ্য খুব বেশি তাড়া ব্যাটারদের মধ্যে দেখা যায়নি।

তবে লাল দলের হয়ে শেষ চার ওভারে ভালো রান-ই করেছিলেন মোসাদ্দেক হোসেন ও সাকিব আল হাসান। তাসকিন আহমেদের করা ১৮তম ওভারেই যেমন, সাকিব দুই ছক্কা হাঁকিয়ে করেছিলেন ১৬ রান। গত কয়েকদিনে বেশ কয়েকবারই বলা হয়েছিল, দায়িত্বটা বুঝিয়ে দেওয়া হবে সবাইকে। এবাদত হোসেন-তাসকিন আহমেদদের করা শেষ চার ওভারে মোসাদ্দেক-সাকিবদের লক্ষ্য কী ছিল?

এমন প্রশ্নের জবাবে ম্যাচশেষে মোসাদ্দেক বলেছেন, ‘আমি আর সাকিব যখন ব্যাটিং করেছিলাম তখন সাকিব ভাই বলেছিল, শেষ চার ওভারে চারটা ছয় হলেই হবে। ঐ জায়গায় পাঁচটা ছয় হয়েছে এটা একটা ভালো দিক। সাকিব ভাইয়ের সাথে যখন ব্যাটিং করি, সাকিব ভাই সবসময়ই অনেক বেশি সাহায্য করে। এবং সে সিচুয়েশনগুলো বোঝানোর চেষ্টা করে। এখন কি হতে পারে বা কি করল ভালো। ’

পাওয়ার হিটিং নিয়েও ব্যাটাররা কাজ করছিলেন বলে শোনা যাচ্ছিল। ব্যাটিং কোচ জেমি সিডন্স এই জায়গাতে বেশ সরব। ম্যাচ আবহের প্রস্তুতি ব্যাপারটা ভালো মতো আঁচ করার কথা মোসাদ্দেকদের। তাদের কাছে আসলে পাওয়ার হিটিংটা কেমন?

জবাবে মোসাদ্দেক বলেছেন, ‘পাওয়ার হিটিং বলতে আমরা সবাই যেটা বুঝতে পারি সেটা ছক্কা মারার সক্ষমতা। সেটাই হয়তো সবাই করার চেষ্টা করছে। আজকের ম্যাচে সেই আবহটা ছিল। সবাই মারতে চায়, এমন মনোভাবই ছিল। সেটার প্র্যাকটিসটাই আজকে করার চেষ্টা করেছি। ’

‘একদিনে হয়তো আপনি খুব বেশি উন্নতি পাবেন না। এটা একটা লম্বা প্রক্রিয়া। সময় দিলে এখান থেকে আমরা ভালো ফলাফল পাবো। এটার জন্য আমাদের সবাইকেই সময় দিতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।