ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের তিন ক্রিকেটার

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ৩, ২০২২
বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশের তিন ক্রিকেটার

বিশ্বের বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে থাকেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশেও খেলেছেন তিনি।

এছাড়া বাংলাদেশের আর কেউই খেলতে পারেননি টুর্নামেন্টটিতে।  

তবে এবার বিগ ব্যাশের ড্রাফটে নাম লিখিয়েছেন ৩ জন বাংলাদেশি। অভিজ্ঞ দুই পেসার আল আমিন হোসেন, শফিউল ইসলাম ও তরুণ পেস বোলিং অলরাউন্ডার রিপন মণ্ডল থাকবেন আগামী আসরের ড্রাফটে।

এখন অবধি ড্রাফটে নাম তুলেছেন ১৬৯ জন ক্রিকেটার। তাদের মধ্যেই আছেন শফিউল, আল-আমিন ও রিপন। আগামী ২১ আগস্ট পর্যন্ত সুযোগ আছে বিগ ব্যাশের বিদেশি ক্রিকেটারদের ড্রাফট তালিকায় নাম তোলার।  

নেপালের সন্দিপ লামিছানে নিয়মিতই খেলেন দেশটির একমাত্র ক্রিকেটার হিসেবে, এবারও আছেন তিনি। ড্রাফটে আফগানিস্তান থেকে নাম লিখিয়েছেন ২০ জন ক্রিকেটার। এছাড়া আয়ারল্যান্ডের আছেন ৭ জন, নেদারল্যান্ডসের ৫ জন। স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রের ক্রিকেটারও আছেন তালিকায়।  

আগামী ১৩ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশের এবারের আসর। প্রায় ৫৩ দিনব্যাপী চলা এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৪ ফেব্রুয়ারি।  

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, আগস্ট ০৩, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।