ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ভালো শুরুর পর ফিরলেন লিটন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, আগস্ট ২, ২০২২
ভালো শুরুর পর ফিরলেন লিটন

আগের ম্যাচেই পেয়েছিলেন হাফ সেঞ্চুরি। দ্বিতীয় ম্যাচেও শুরুটা দারুণ করেছিলেন লিটন দাস।

তিনি যে ফর্মে আছেন, বোঝা যাচ্ছিল স্পষ্ট। কিন্তু এরপরই খেই হারালেন লিটন, সহজ ক্যাচ দিয়ে তিনি ফিরেছেন সাজঘরে।  

১৫৭ রানের লক্ষ্যে খেলতে নামে বাংলাদেশ। প্রথম ওভারে ব্রেড ইভান্সের হাতে বল তুলে দেন ক্রেইগ আরভিন। ইভান্সের প্রথম বল থেকেই দুই রান নেন লিটন। এরপরের বল ডট দিয়ে তৃতীয় বলে হাঁকান বাউন্ডারি। চতুর্থ বলে ৩ রান নিয়ে চলে যান নন-স্ট্রাইক প্রান্তে।  

দ্বিতীয় ওভারে আবারও ক্রিজে এসে প্রথম বলেই চার হাঁকান লিটন। কিন্তু ভিক্টোর নিউয়াচির করা পরের বলে তার হাতে ক্যাচ তুলে দিয়েই সাজঘরে ফেরত গেছেন লিটন। ৬ বলে ১৩ রান করে সাজঘরের পথ ধরেছেন তিনি।  

বাংলাদেশ সময় : ১৮৫৯, আগস্ট ২, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad