ঢাকা, শুক্রবার, ৩০ কার্তিক ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সোনারগাঁও হোটেলে শুরু বিসিবির এজিএম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
সোনারগাঁও হোটেলে শুরু বিসিবির এজিএম

রাজধানীর পাঁচ তারকা হোটেল প্যান প্যাসেফিক সোনারগাঁওতে শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা। আজ মঙ্গলবার (১৯ জুলাই)  দুপুর ১২টায় শুরু হয়েছে এজিএম।

দুপুর ১২টায় সভাপতি নাজমুল হাসান পাপন সোনারগাঁও হোটেলে আসেন। এরপর শুরু হয় ক্রিকেট বোর্ডের নবম এজিএম।

১২টার আগে থেকেই কাওরান বাজারে অবস্থিত ভেন্যুতে আসতে শুরু করেন বিসিবির কাউন্সিলররা। ঢাকার বাইরে থেকে আসা বেশ কয়েকজন কাউন্সিলর অবশ্য আগের রাত থেকেই হোটেলে ছিলেন।
বিসিবির নবম এজিএম ঘিরে তেমন উত্তাপ নেই। ২০২১ সালে চলতি বোর্ড নির্বাচিত হওয়ার পর এটিই প্রথম সভা।

তেমন কোনো উত্তাপ না থাকলেও এবারের এজিএমে গঠনতন্ত্রে সংশোধনী আনা হবে। ইতোমধ্যেই সংশোধীত গঠনতন্ত্র পাঠানো হয়েছে কাউন্সিলদের কাছে। এছাড়াও এই এজিএমেই রিজওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন নিয়ে সিদ্ধান্ত আসতে পারে।

বাংলাদেশ সময়:
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।