ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

বিপিএলের তিন বছরের সূচি চূড়ান্ত

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
বিপিএলের তিন বছরের সূচি চূড়ান্ত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট নিয়ে সমালোচনা দেখা যায় প্রায়ই। এত বছরেও ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টটিকে একটি কাঠামোর মধ্যে আনতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তবে এবার বেশ ভালোভাবেই এটা নিয়ে ভাবছে তারা।  

ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে বিপিএলের আগামী তিন বছরের সূচিও। সাতটি দল নিয়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি। মাঝে দুই বছর বিরতির পর আবারও ফেরানো হবে ফ্র্যাঞ্চাইজিদের। আসতে পারেন পুরোনোরাও।

আগামী বছরের প্রথম সপ্তাহেই শুরু হবে বিপিএল। ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল হবে ১৬ ফেব্রুয়ারি। ২০২৩ সালের বিপিএল অনুষ্ঠিত হবে ৪৩ দিনব্যাপী।  

২০২৪ সালের বিপিএলও ৪৩ দিনের। ৬ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৭ ফেব্রুয়ারি। ২০২৫ সালের বিপিএল ১ জানুয়ারি শুরু হয়ে শেষ হবে ১১ ফেব্রুয়ারি। ওই আসরের বিপিএলের ব্যাপ্তি হবে ৪২ দিন।

বাংলাদেশ সময় : ১৮৫৫, জুলাই ১৭, ২০২২
এমএইচবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।