ঢাকা, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৫ অক্টোবর ২০২৪, ০১ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ভালো শুরু টেনে নিতে হবে, বলছেন ব্যাটিং কোচ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, জুন ২৫, ২০২২
ভালো শুরু টেনে নিতে হবে, বলছেন ব্যাটিং কোচ

অ্যান্টিগা টেস্টের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৬ উইকেট হারিয়ে যেতে হয়েছিল মধ্যাহ্নভোজের বিরতিতে।

তবে সেন্ট লুসিয়ায় হয়নি তেমন কিছু। ভালো শুরু পেয়েও লম্বা করতে পারেননি ব্যাটাররা।

কেউ শূন্য রানে আউট হননি, কিন্তু ফিফটি ছাড়ানো সংগ্রহও ছিল কেবল লিটন দাসের। এই অবস্থায় ব্যাটারদের নিজেদের ইনিংসকে টেনে নিতে বলছেন ব্যাটিং কোচ জেমি সিডন্স। প্রথম ইনিংসে ২৩৪ রানও যে ভালো সংগ্রহ নয়, মনে করিয়ে দিয়েছেন সেটি।

তিনি বলেছেন, ‘আমি মনে করি আজকে তামিম, লিটনকে খুব স্বাচ্ছন্দ্যে দেখা গেছে কিন্তু ৪০, ৫০ এ আটকে যাওয়া দলকে বড় সংগ্রহ এনে দিতে পারে না। এসব ব্যাটারদের এমন শুরু পেয়ে সামনে টেনে নিতে হবে। তরুণ ছেলেরাও মুগ্ধ করছিল, তবে আম্পায়ারের কিছু সিদ্ধান্ত ক্লোজ ছিল যা আমাদের পক্ষে যায়নি। এই মুহূর্তে ২৩০ খুব ভালো কিছু না। ’

‘আজকে ছেলেদের ভালো ধৈর্য্য দেখা গেছে। তারা বল ছেড়েছে বেশ ভালোভাবে। গত এক সপ্তাহ ধরে আমরা এটা নিয়েই কাজ করছিলাম। প্রথম টেস্ট থেকে অনেক বেশি বল খেলেছি আর তারাও (ওয়েস্ট ইন্ডিজ) বেশ ভালো বল করেছে আজ। আমরা যতক্ষণ ব্যাট করতে চেয়েছি ততক্ষণ পারিনি, ২৩০ এমন উইকেটে ভালো স্কোর না। আমি মনে করি না। ’

উইকেটও খুব আহামরি ছিল না বলে বিশ্বাস সিডন্সের, ‘নাহ আজ কোনো সুইং দেখা যায়নি সেভাবে যা ব্যাটারদের অস্বস্তিতে ফেলবে। কোনো সুইং ছিল না। উইকেট কতটা ভালো ছিল শরিফুলের তেড়েফুড়ে ব্যাটিং করা দেখলে বুঝা যায়। ’

‘এটা ২৩০ এর পিচ নয় কিন্তু আপনি জানেন আগে ব্যাট করলে কিছুটা চাপ থাকেই। সে চাপ সামলে ওপেনাররা ভালো শুরু এনে দেয়। ২ উইকেটে ১০০ রান উঠে যায় স্কোরবোর্ডে, মনে হচ্ছিল ৪০০ এর দিকে এগোচ্ছি। কিন্তু ২৩০ এ আটকে গেছি আমরা। ' 

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, জুন ২৫, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।