ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ভালো ক্রিকেট খেলে সিরিজ জিততে চায় বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, জুন ২৪, ২০২২
ভালো ক্রিকেট খেলে সিরিজ জিততে চায় বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে ভালো করতে পারেনি বাংলাদেশ। শুক্রবার (২৪ জুন) থেকে সেন্ট লুসিয়ায় শুরু হচ্ছে দ্বিতীয় ম্যাচ।

এদিনই দেশ ছেড়েছেন সাদা বলের ফরম্যাটগুলোতে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার।

তাদের মধ্যে ছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। সকাল আটটায় ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে দেশ ছাড়েন ক্রিকেটাররা। এর আগে রিয়াদ জানিয়েছেন, ভালো ক্রিকেট খেলে সিরিজ জিততে চান তারা।

বিমানবন্দরে তিনি বলেছেন, ‘বাংলাদেশের লক্ষ্য সিরিজ জয়। আর ইন শা আল্লাহ আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের দলের ভারসম্য খুব ভালো আছে। এটা ভালো একটা সিরিজ হবে। ’

‘তারা ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খুব ভালো দল। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ওদের কন্ডিশনে খেলা, অবশ্যই একটা চ্যালেঞ্জ থাকবে। কিন্তু শেষবার যখন গিয়েছি, ভালো ক্রিকেট খেলে সিরিজ জিতেছি, ইন শা আল্লাহ এবারও চেষ্টা করব সিরিজ জেতার। ’

প্রায় চার বছর পর টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ইয়াসির আলি রাব্বির চোটে কপাল খুলেছে তার। যোগ্য হিসেবেই মিরাজ সুযোগ পেয়েছেন বলে মনে করেন রিয়াদ।

তিনি বলেছেন, ‘আমার মনে হয় মিরাজ ডিজার্ভ করে। ও খুব ভালো পারফর্ম করছে। শেষ বিপিএলেও ভালো করেছে। আমি খুব খুশি ও স্কোয়াডে আছে। ’

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, জুন ২৪, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।