ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কেমন একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জুন ১৬, ২০২২
কেমন একাদশ নিয়ে নামছে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন এক যুগে পা দিচ্ছে বাংলাদেশের টেস্ট ক্রিকেট। মুমিনুল হকের বদলে সাকিব আল হাসানকে করা হয়েছে এই ফরম্যাটের অধিনায়ক।

বৃহস্পতিবার অ্যান্টিগায় শুরু হচ্ছে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।  

এই ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নামবে বাংলাদেশ। টাইগারদের একাদশে দীর্ঘদিন পর ফিরেছেন মোস্তাফিজুর রহমান। প্রায় দেড় বছর আগে দেশের হয়ে টেস্ট খেলতে নেমেছিলেন তিনি। মোস্তাফিজ ছাড়া আরও দুই পেসার আছেন একাদশে।  

একাদশে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। এই সিরিজ থেকে নাম সরিয়ে নেওয়া মুশফিকুর রহিমের জায়গায় সুযোগ পেয়েছেন তিনি।  

দুই দলের একাদশ:

ওয়েস্ট ইন্ডিজের একাদশ 

ব্রাথওয়েট (অধিনায়ক), ক্যাম্পবেল, বোনার, ব্ল্যাকউড, মেয়ার্স, দা সিলভা (কিপার), রেইফার, জোসেফ, রোচ, মোতি ও সিল্‌স

বাংলাদেশের একাদশ : 

তামিম, জয়, শান্ত, মুমিনুল, সাকিব (অধিনায়ক), লিটন, সোহান (কিপার), মিরাজ, ইবাদত, খালেদ ও মোস্তাফিজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।