ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

সেজদা দিয়ে উদযাপন, রংপুরের শিশুদের প্রশংসা মুশফিকের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জুন ১৪, ২০২২
সেজদা দিয়ে উদযাপন, রংপুরের শিশুদের প্রশংসা মুশফিকের

সোমবার নারায়ণগঞ্জ স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর শিশু নিকেতন স্কুল। মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়কে বড় ব্যবধানে হারায় তারা।

শিরোপা জয়ের পর মাঠে একসঙ্গে সেজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন দলটির ক্রিকেটাররা।  

তাদের এমন উদযাপন চোখে পড়েছে জাতীয় দলের উইকেটরক্ষক মুশফিকুর রহিমের। জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটার ফেসবুকে সেজদারত ক্রিকেটারদের একটি ছবি পোস্ট করে রংপুরের শিশুদের শুভ কামনা জানিয়েছেন।

তিনি লিখেছেন, ‘মাশা আল্লাহ...সাফল্য উদযাপনের কী দারুণ উপায়...আল্লাহ তোমাদের সবার মঙ্গল করুন। যেন একদিন তোমরা বাংলাদেশের পতাকাকে উঁচুতে তুলে ধরতে পারো। রংপুর শিশু নিকেতন স্কুলকে উষ্ণ অভিনন্দন, আমাদের নতুন স্কুল চ্যাম্পিয়ন। ’

রংপুর শিশুনিকেতন স্কুলকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও। ফেসবুকে তিনি লিখেছেন, ‘রংপুরের শিশু নিকেতন স্কুলকে স্বাগত জানাই। জাতীয় স্কুল ক্রিকেটের চ্যাম্পিয়ন তারা। এটা নিশ্চিত করতে হবে পরবর্তী প্রজন্ম যেন সুন্দর খেলাটাকে শিখতে ও উপভোগ করতে পারে।

বাংলাদেশ সময় : ১৩১৯, জুন ১৪, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।