ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

‘মাইন্ডসেট’ বদলাতে চায় না গুজরাট, অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে সফল রাজস্থান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, মে ২৯, ২০২২
‘মাইন্ডসেট’ বদলাতে চায় না গুজরাট, অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে সফল রাজস্থান

দুই দলের জন্যই অপেক্ষায় এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে নেমেই সফল গুজরাট টাইটান্স, ফাইনালে উঠেছে তারা।

অন্যদিকে ১৪ আসর পর আবারও শিরোপা লড়াইয়ের ম্যাচে নামবে রাজস্থান রয়্যালস।  

আহমেদাবাদের লক্ষাধিক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে হবে ম্যাচটি। যেটি গুজরাট টাইটান্সের জন্য হোম ভেন্যু। আরেকদিকে রাজস্থান তাদের একমাত্র ট্রফি জেতানো অধিনায়ক শেন ওয়ার্নের জন্য জিততে চায় এবারের আইপিএল। জমজমাট ফাইনালে আগে প্রতিক্রিয়া জানিয়েছেন দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তারা।

গুজরাটের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় রশিদ খান বলেছেন, ‘আমরা অবিশ্বাস্য ক্রিকেট খেলেছি শেষ ১৪টা ম্যাচে, এরপর প্লে অফেও। ফাইনালেও আমরা একই মাইন্ডসেট নিয়ে যেতে চাই। আমি জানি এটা আমাদের জন্য অনেক বড় ফাইনাল কিন্তু আপনি নিজের স্কিল বা মাইন্ডসেট বদলাতে পারবেন না। ’

রাজস্থানের শিরোপা জেতার স্মৃতির কথা জানিয়ে দলটির অধিনায়ক সাঞ্জু স্যামসন বলেছেন, ‘আমি তখন অনেক ছোট আর ওইটা ছিল প্রথম আইপিএল। মনে আছে অনূর্ধ্ব-১৬ এর একটা ম্যাচে কেরালায় কোথাও খেলছিলাম আর সেখানেই বন্ধুর সঙ্গে ম্যাচটা দেখেছি। শেন ওয়ার্ন ও সোহেল তানভীর দৌড়াচ্ছিল শেষ রানটার জন্য। আমার এই স্মৃতিটা অনেকটাই অস্পষ্ট। ’

তাদের এবারের মৌসুমের পরিকল্পনা জানিয়ে ডিরেক্টর অব ক্রিকেট কুমার সাঙ্গাকারা বলেছেন, ‘নিলামের টেবিলে আমরা ৯০-৯৫% টাকা খরচ করেছি নিজেদের প্রথম একাদশ গড়তে। আমরা ডাটা নিয়ে কাজ করেছি আমাদের কোন খেলোয়াড়টাকে দরকার এটা বুঝতে। অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছি। আমাদের কিছু তরুণ আছে যারা পরে তারকা হবে। কিন্তু আমাদের প্রথম একাদশে আন্তর্জাতিক খেলা ক্রিকেটার হয়ে আছে...জয় এমনিতে আসে না। ’

গুজরাটের এই অর্জনকেই বিশেষ মনে করছেন দলটির ডিরেক্টর অব ক্রিকেট বিক্রম সোলানকি, ‘আমাদের সামনে বিশেষ কিছু করার সুযোগ ছিল। কিন্তু কিছুদিক থেকে আমরা যা কিছু অর্জন করেছি সেটাও বিশেষ। আমরা এখন পর্যন্ত যা অর্জন করেছি তার জন্য ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্টদের অভিনন্দন জানাতে চাই। ’

বাংলাদেশ সময় : ১৫৫৬, মে ২৯, ২০২২ 
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।