ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ঢাকায় ফিরল বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, মে ২০, ২০২২
ঢাকায় ফিরল বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল ফাইল ছবি

চট্টগ্রাম টেস্ট রোমাঞ্চের আশা জাগিয়েও হয়েছে ড্র। দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচটি হবে ঢাকায়।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৩ মে শুরু হবে এই ম্যাচ।

প্রথম টেস্ট খেলে এই ম্যাচ খেলতে ইতোমধ্যে ঢাকায় ফিরেছে দুই দল। শুক্রবার সকাল সাড়ে দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন মুমিনুল হক-দিমুথ করুণারত্নেরা।

বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে উঠেছেন দুই দলের ক্রিকেটাররা। আজ (শুক্রবার) দুই দলের কারোরই অনুশীলন সূচি নেই। হোটেলে বিশ্রামেই সময় কাটবে ক্রিকেটারদের। দ্বিতীয় টেস্ট শেষে আগামী ২৮ মে দেশে ফেরার কথা লঙ্কানদের।

চট্টগ্রামে প্রথম টেস্টে টস জিতে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৯৫ রান করে শ্রীলঙ্কা। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে ৪৬৫ রানে থামে বাংলাদেশের ইনিংস। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা ২৬০ রান জমা করলে ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, মে ২০, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।