ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

দিনের শুরুতে শ্রীলঙ্কার লিড

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৮, মে ১৯, ২০২২
দিনের শুরুতে শ্রীলঙ্কার লিড

চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের আজ শেষ দিন। গতকাল চতুর্থ দিনে ৬৮ রানের লিড নিয়েছিল বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে দিন শেষে দুই উইকেট হারিয়ে ৩৯ রান তুলেছিল শ্রীলঙ্কা। আজ (১৯ মে) ২৯ রানের লিড নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। লঙ্কানদের দুই অপরাজিত ব্যাটসম্যান দিমুথ করুণারত্নে এবং কুশল মেন্ডিস দিনের শুরুতেই লিড নেয়।

শেষ দিনে শুরু থেকে মারমুখি লঙ্কান ব্যাটসম্যানরা। দ্বিতীয় ইনিংসের শুরুতেই দুই উইকেট হারালেও শেষ দিনে শুরু থেকেই বোলারদের উপর চাপ ধরে রেখে খেলতে থাকেন করুণারত্নে-মেন্ডিস জুটি। লিড নিতে খুব বেশি সময় নেয়ননি তারা। দিনের ২২ তম ওভারেই লিড নিয়ে এগিয়ে যায় তারা।  হাফ সেঞ্চুরির পথে রয়েছেন মেন্ডিস।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, ১৯ মে ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।