ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

চতুর্থবারের মতো ম্যান অব দ্য টুর্নামেন্ট সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
চতুর্থবারের মতো ম্যান অব দ্য টুর্নামেন্ট সাকিব টুর্নামেন্ট সেরা সাকিব। ছবি: শোয়েব মিথুন

ফাইনালে জয় মেলেনি, শিরোপা অধরা। সাকিব আল হাসান বরিশালবাসীকে দেওয়া কথা রাখতে পারেননি, তাই মন খারাপ হওয়াটা অস্বাভাবিক কিছু নয়।

তবে শিরোপা খোয়ানোর অস্বস্তির মধ্যেই সান্ত্বনা পুরস্কার হয়েই সাকিবের হাতে উঠলো ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ খেতাব।

বিপিএলে চতুর্থবারের মতো টুর্নামেন্ট সেরা পারফর্মারের পুরস্কার জিতে নিলেন সাকিব। এ পুরস্কারের একক দাবিদার ছিলেন তিনি, সেটা তার নিন্দুক কিংবা সমালোচকরাও হয়তো অকপটেই মানবেন। বিপিএলের এ আসরেই টানা পাঁচ বার প্লেয়ার অব ম্যাচ হয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন সাকিব।

ফাইনালে লিটন দাসকে বোল্ড করে চলতি আসরে নিজের ঝুলিতে সাকিব জমা করেন ১৬ উইকেট। আর গত ১০ ম্যাচে করা ২৭৭ রানের সঙ্গে আজ যোগ করেছেন ৭। সব মিলিয়ে মোট রান ২৮৪।

অলরাউন্ড পারফরর্মে সুপার সাকিবের ধারে কাছেও নেই কেউ। সাকিব কোনো সন্দেহ কিংবা বিতর্ক ছাড়াই ম্যান অব দ্য টুর্নামেন্ট নিজের ঘরে তুলেছেন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।