অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পাকিস্তান সফর ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে অনিশ্চয়তা বাড়ছে। এর আগে নাম উল্লেখ না করা বেশ কয়েকজন অজি ক্রিকেটার এই সফরে না যেতে তাদের মতামত দিয়েছিলেন।
আগামী মার্চে পাকিস্তান সফরে তিনটি টেস্ট ও সমান ম্যাচের ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলতে যাওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়ার। যেখানে এই সফরটি ১৯৯৮ সালের পর পাকিস্তানে অজিদের প্রথম সফর হবে।
এর আগে গত বছরের শেষ দিকে নিরাপত্তা ইস্যুতে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড সফর স্থগিত করে। তবে পরবর্তীতে ইংলিশরা ২০২২ সালে ৭টি টি-টোয়েন্টি ও ৩টি টেস্ট খেলতে রাজি হয়।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে হ্যাজেলউড বলেন, ‘এই সফর নিয়ে খেলোয়াড়দের মাঝে একটা ভীতি কাজ করছে এবং এই সফরে যদি কেউ না যায়, তবে আমি বিস্মিত হবো না। ’
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২২
এমএমএস