ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন কেমার রোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন কেমার রোচ

ভারত সফরকে সামনে রেখে ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রায় আড়াই বছর পর দলে ফিরেছেন গতিদানব কেমার রোচ।

দলে ফিরেছেন ব্রেন্ডন কিং ও এনক্রুমাহ বনারও।

তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচই হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেনে।  

ভারতের বিপক্ষে ঘোষিত দলে প্রায় আড়াই বছর পর ডাক পেয়েছেন ক্যারিবিয় পেসার কেমার রোচ। ২০১৯ সালের আগস্ট মাসে সর্বশেষ জাতীয় দলের পক্ষে ওয়ানডে ম্যাচ খেলেছিলেন রোচ। টেস্টে নিয়মিত মুখ হলেও গত আড়াই বছর ধরে ওয়ানডেতে সুযোগই পাচ্ছিলেন না তিনি।

রোচকে নেওয়ার ব্যাপারে ক্যারিবিয়ান প্রধান নির্বাচক ডেসমন্ড হেইনস বলেন, দলের প্রধান পেস বোলার হিসেবেই রোচকে আবার ওয়ানডে দলে নেওয়া হয়েছে।

এছাড়া ব্যাটার ব্রেন্ডন কিংও দলে ফিরেছেন। ২০২১ সালে বাংলাদেশ সফরে ওয়ানডে অভিষেক হওয়া ৩৩ বছর বয়সী ব্যাটার এনক্রুমাহ বনারও আবার সুযোগ পেয়েছেন ক্যারিবীয় ওয়ানডে দলে।

একনজরে ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড: কাইরন পোলার্ড (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, এনক্রুমাহ বনার, ড্যারেন ব্রাভো, শামারহ ব্রুকস, জেসন হোল্ডার, শাই হোপ, অকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, নিকোলাস পুরান, কেমার রোচ, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ ও হেইডেন ওয়ালশ জুনিয়র।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।