ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

নরেন্দ্র মোদীর বার্তা পেয়ে উচ্ছ্বসিত গেইল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
নরেন্দ্র মোদীর বার্তা পেয়ে উচ্ছ্বসিত গেইল

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটার ক্রিস গেইল। এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেন গেইল নিজেই।

বুধবার (২৬ জানুয়ারি) টুইটারে গেইল লিখেছেন, ‘ভারতকে ৭৩তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। সকালে ঘুম থেকে উঠেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা পেয়েছি। তিনি উল্লেখ করেছেন ভারতের সঙ্গে আমার সম্পর্কের কথা। ইউনিভার্স বসের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। ’

শুধু গেইল নয়, জন্টি রোডসকেও বার্তা পাঠিয়েছে মোদী। ভারতের প্রতি তার প্রেম সম্পর্কে অনেকেই অবগত। এমনকি তিনি নিজের ছোট মেয়ের নামও রেখেছেন ইন্ডিয়া। সেই ভারত-প্রেমকে সম্মান জানাতেই প্রজাতন্ত্র দিবসে জন্টিকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী। মোদীর পাঠানো চিঠি টুইট করে তাকে ধন্যবাদ জানিয়েছেন জন্টিও।

মোদীর চিঠিতে লেখা, ‘আপনাকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। এবারের ২৬ জানুয়ারি ভারতের জন্য বিশেষ, কারণ স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হবে। ভারতের প্রতি আপনার ভালবাসা সম্পর্কে আমরা অবগত। নিজের মেয়ের নাম আপনি ভারতের নামে রেখেছেন। দুই দেশের ভালো সম্পর্কের দূত আপনি। ’

জবাবে জন্টি টুইট করে লেখেন, ‘ধন্যবাদ নরেন্দ্র মোদী। যতবার ভারতে গিয়েছি, ততবার নিজেকে নতুনভাবে চিনেছি। ভারতের সঙ্গে আমার গোটা পরিবারও প্রজাতন্ত্র দিবস উদ্‌যাপন করছে। ’

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।