ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

বাংলাদেশি ব্যাটারদের বিধ্বস্ত করে বোল্টের ৩০০

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
বাংলাদেশি ব্যাটারদের বিধ্বস্ত করে বোল্টের ৩০০

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ রেকর্ড গড়লেও দ্বিতীয় টেস্টে হচ্ছে তার উল্টো। দারুণ ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও দুর্দান্ত নিউজিল্যান্ড গড়েছে কয়েকটি রেকর্ড।

ব্যক্তিগতভাবে ব্যাট হাত ল্যাথামের রেকর্ডের পর এবার বল হাতে ৩০০ উইকেটের কীর্তি গড়েছেন দেশটির পেসার ট্রেন্ট বোল্ট।

ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিনে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে বোল্ড করে ৩০০ উইকেটের মাইলফলকে পৌঁছালেন বোল্ট। ২৯৬ উইকেট নিয়ে ম্যাচ শুরু করেন বোল্ট এদিন সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও মেহেদি হাসান মিরাজকে আউট করে ক্যারিয়ারের তিন’শ উইকেট পূর্ণ করেন।

বোল্টের আগে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় দেশটির কেবল তিনজন বোলার রয়েছেন। ৪৩১ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন স্যার রিচার্ড হ্যাডলি। ৩৬১ উইকেট নিয়ে দুইয়ে আছেন সাবেক স্পিনার ড্যানিয়েল ভেটোরি। টিম সাউদি ৩২৮ উইকেট নিয়ে আছেন তিনে। বাংলাদেশের বিপক্ষে ৫ উইকেট নেওয়া বোল্ট ৩০০ উইকেট নিয়ে অবস্থান করছেন তালিকার চারে।

৩০০ উইকেট শিকার করতে বোল্টের লাগল ৭৫টি টেস্ট। নিউজিল্যান্ডের হয়ে যেটি দ্বিতীয় দ্রুততম। প্রথমে থাকা সাউদির লেগেছিল ৭৬ টেস্ট।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।