ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

ফিরে সাকিবের দারুণ বোলিং, জিতে টিকে রইল কলকাতা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
ফিরে সাকিবের দারুণ বোলিং, জিতে টিকে রইল কলকাতা

আইপিএলের প্লে-অফে ওভার সম্ভাবনা টিকিয়ে রাখতে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে সহজ জয়ে সেই আশা বেঁচে রইল দলটির।

সেইসঙ্গে সংযুক্ত আরব আমিরাত পর্বে প্রথমবার একাদশে সুযোগ পেয়ে দারুণ বোলিং করলেন সাকিব আল হাসান।

রোববার (০৩ অক্টোবর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আসরটির ৪৯তম ম্যাচে ৬ উইকেটে জয় পায় কলকাতা।

কলকাতা বোলারদের দাপটে প্রথমে ব্যাট করা হায়দ্রাবাদ নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১১৫ রান করে। জবাবে ৪ উইকেট হারিয়ে ও ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় কলকাতা।

১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ২৩ রান তোলেন দুই ওপেনার শুভমন গিল ও ভেঙ্কাটেশ আইয়ার। ধীর গতিতে খেলা আইয়ার অবশ্য ১৪ বল মোকাবিলা করে ৮ রান করে জেসন হোল্ডারের বলে বিদায় নেন। রশিদ খানের শিকার হওয়া রাহুল ত্রিপাঠিও (৭) সুবিধে করতে পারেননি।

তবে তৃতীয় উইকেট জুটিতে নিতীশ রানার সঙ্গে ৫৫ রানের জুটি গড়েই জয়ের ভীত গড়ে দেন গিল। তরুণ এই ওপেনার শেষ অবধি ৫১ বলে ১০ চারের সাহায্যে ৫৭ করে সিদার্থ কৌলের বলে আউট হন। রানা হোল্ডারের দ্বিতীয় শিকার হয়ে ব্যক্তিগত ২৫ রানে ফেরেন। তবে শেষ দিকে ১২ বলে অপরাজিত ১৮ করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন দীনেশ কার্তিক।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা বোলারদের তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় হায়দ্রাবাদের ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করা অধিনায়ক কেন উইলিয়ামসনকে রান আউটের ফাঁদে ফেলেন সাকিব। এছাড়া আব্দুল সামাদ করেন ২৫ রান। ১১তম ওভারে বল করা সাকিব অভিষেক শর্মাকে ফিরিয়ে নিজের একমাত্র উইকেটটি তুলে নেন।

কলকাতা বোলারদের মধ্যে টিম সাউদি, শিভাম ডুবে ও বরুণ চক্রবর্তী ২টি করে উইকেট পান। সাকিব ৪ ওভারে ২০ রানের বিনিময়ে একটি উইকেট দখল করেন। এছাড়া সূনীল নারিন ৪ ওভারে কোনো উইকেট না পেলেও খরচ করেছেন মাত্র ১২ রান।

এ জয়ে পয়েন্ট টেবিলের চারেই রইল কলকাতা। ১৩ ম্যাচে ৬ জয় ও ৭ হারে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট। টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নেওয়া হায়দ্রাবাদ ১২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে।

বাংলাদেশ সময়: ২৩২৬ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।