ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

টি-টোয়েন্টিতেও কিপিং ছেড়ে দিচ্ছেন মুশফিক!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২১
টি-টোয়েন্টিতেও কিপিং ছেড়ে দিচ্ছেন মুশফিক! মুশফিক। ছবি: শোয়েব মিথুন

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচ পর উইকেটের পেছনে থাকার কথা ছিল মুশফিকুর রহিমের। এই সিরিজ শুরুর আগে হেড কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছিলেন, প্রথম দুই ম্যাচ নুরুল হাসান ও মুশফিক পরের দুই ম্যাচে কিপিং করবেন।

আর যে সবচেয়ে ভালো করবেন, তিনি পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে এই দায়িত্ব পালন করবেন।

তবে সিরিজের তৃতীয় ফের কিপিংয়ে নুরুলকেই দেখা যায়। এনিয়ে বেশ আলোচনারও সৃষ্টি হয়। পরে ম্যাচে শেষে এনিয়ে খোলামেলাভাবে বললেন ডমিঙ্গো। তিনি জানান, টেস্টের পর টি-টোয়েন্টি ফরম্যাটেও তার কিপিং করার ইচ্ছে নেই।

কিউইদের বিপক্ষে তৃতীয় ম্যাচে ৫২ রানে হারের পর হেড কোচ বলেন, ‘আসলে মুশফিকের সঙ্গে কথা বলার পর একটা পরিবর্তন হয়েছে। দ্বিতীয় ম্যাচের পর তারই কিপিং করার কথা ছিল। কিন্তু মুশফিকই আমাকে বলল যে সে হয়ত টি-টোয়েন্টিতে আর কিপিং করবে না। এখন আমাদের সামনে তাকাতে হবে। আমার মনে হয় এই ফরম্যাটে কিপিংয়ে মুশফিকের তেমন ইচ্ছা নেই। তাই আমাদের এখন সোহানকে নিয়েই ফোকাস করতে হবে এবং তাকেই প্রতিযোগিতায় দায়িত্ব দিতে হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।