ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ক্রিকেট

‘টাইগারদের বোলিং ইউনিট বিশ্ব ক্রিকেটকে নতুন বার্তা দেবে’

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
‘টাইগারদের বোলিং ইউনিট বিশ্ব ক্রিকেটকে নতুন বার্তা দেবে’

কিছুদিন আগে হয়ে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে রাজত্ব করেছেন বাংলাদেশের বোলাররা। বিশেষ করে মুস্তাফিজুর রহমানকে তো খেলতেই পারেনি অজিরা।

বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিবও ছিলেন দারুণ ছন্দে। এ ছাড়া নাসুম-মেহেদি-সাইফরা ভালো বল করেছেন। আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও পিচের কল্যাণে মিরপুরে বোলারদের রাজত্ব থাকবে। তরুণ অল-রাউন্ডার শেখ মেহেদী দলের বোলিং নিয়ে খুব সন্তুষ্ট। নতুন আশার আলোও দেখিয়েছেন তিনি।

আজ রবিবার বিসিবির পাঠানো ভিডিও বার্তায় মেহেদী বলেন, 'আপনি যদি আমাদের বোলিং লাইনআপটা দেখেন…. শুরুটা ভালো হলে বাকিদের আত্মবিশ্বাসটা বেড়ে যায়। টি-টোয়েন্টিতে প্রথম একটা-দুইটা ওভার দেখলেই আসলে বোঝা যায় যে, খেলাটা কোনদিকে যাচ্ছে। আমাদের টিমে যেসব বোলার আছে, তারা সবাই নিজেদের জায়গা থেকে খুব ভালো করছে। এভাবে চলতে থাকলে বাংলাদেশ দলের বোলিং ইউনিট বিশ্ব ক্রিকেটকে নতুন বার্তা দিতে পারবে। '

১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচ সিরিজের আগে নিউজিল্যান্ডের মূল ভাবনায় মুস্তাফিজ-সাকিব। এ ছাড়া অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী তরুণ পেসার শরীফুল ইসলামও ভালো করছেন। মেহেদী আরো বলেন, 'যেহেতু আমাদের মুস্তাফিজ আছে, সাকিব ভাই আছে, শরীফুল খুব ভালো করতেছে…। যার যার জায়গা থেকে সবাই ভালো করতেছে। আমার নিজেরও আরো ভালো করতে হবে। নিজেকে সামনে দিকে এগিয়ে নিতে, বাংলাদেশ দলের জন্য আমাকে আরো মেলে ধরতে হবে। '

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।