ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

বাংলাদেশ সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়ক ওয়েড

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, আগস্ট ২, ২০২১
বাংলাদেশ সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়ক ওয়েড ম্যাথু ওয়েড। ছবি: শোয়েব মিথুন

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল এখন বাংলাদেশে। মঙ্গলবার শুরু হবে সেই সিরিজ।

নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ ইনজুরিতে থাকায় বাংলাদেশ সফরে অজিদের নেতৃত্ব কে দেবেন- তা নিয়ে চলছিল আলোচনা। অবশেষে সিরিজ শুরুর এক দিন আগে অধিনায়কের নাম ঘোষণা করল ক্রিকেট অস্ট্রেলিয়া।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন ম্যাথু ওয়েড। উইন্ডিজের বিপক্ষে সিরিজে ফিঞ্চের অবর্তমানে অজিদের নেতৃত্ব দিয়েছিলেন অ্যালেক্স ক্যারি। তবে বাংলাদেশে নেতৃত্ব দেবেন ওয়েড।

সিরিজের প্রস্তুতির জন্য রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। কঠোর স্বাস্থ্যবিধি মেনে এগিয়ে চলছে এই সিরিজের সব আয়োজন।

৩ আগস্ট শুরু হয়ে এই সিরিজ শেষ হবে ৯ আগস্ট। এই সিরিজে অজি দলে নেই স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যারন ফিঞ্চ ও প্যাট কামিন্সরা। এদিকে, বাংলাদেশ দলে নেই তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও লিটন দাসরা।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, আগস্ট ০২, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad