ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

জিম্বাবুয়ের ওয়ানডে দলে তিন নতুন মুখ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জুলাই ১৫, ২০২১
জিম্বাবুয়ের ওয়ানডে দলে তিন নতুন মুখ সংগৃহীত ছবি

আগামীকাল শুক্রবার দুপুরে মাঠে গড়াবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার ওয়ানডে সিরিজ। অথচ স্বাগতিকরা দল ঘোষণা করল প্রায় ১৭ ঘণ্টা আগে।

ঘোষিত সেই দলে আছে তিন নতুন মুখ। তবে জায়গা হয়নি নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামসের। ডাক পাননি ক্রেইগ আরভিনও।

জিম্বাবুয়ের ওয়ানডে স্কোয়াডের নতুন তিন মুখ হলেন- তাদিওয়ানাশে মারুমানি, ডিওন মায়ার্স ও মিল্টন শুম্বা। টেস্টের মতো ওয়ানডেতেও ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বে থাকবেন ব্রেন্ডন টেইলর। দলে ফিরেছেন সিকান্দার রাজা, রায়ান বার্ল ও টেন্ডাই চাতারা এবং লুক জঙওয়ে।

ওদিকে উইলিয়ামস ও আরভিন টেস্ট সিরিজ শুরু আগেই করোনা আক্রান্ত পরিবারের সান্নিধ্যে থাকায় ছিটকে যান। তাদের দুজনকেই কোয়ারেন্টিনে পাঠানো হয়েছিল। পরে সর্বশেষ করোনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল পেলেও জৈব সুরক্ষা বলয়ে যোগ দেননি তারা। ফলে ওয়ানডে দলে জায়গা হয়নি তাদের।

শুক্রবার বাংলাদেশ সময় দুপুর দেড়টায় মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। এরপর বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ও ২০ জুলাই। সবগুলো ম্যাচ একই সময়ে অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টিং ক্লাব মাঠে। সিরিজটি আইসিসির ওয়ানডে সুপার লিগের অন্তর্ভূক্ত।

জিম্বাবুয়ে দল: ওয়েসলে মাধেভেরে, টিমিসেন মারুমা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেলর (অধিনায়ক), ডোনাল্ড তিরিপানো, রায়ান বার্ল, রেগিস চাকাভা, টেন্ডাই চাতারা, লুক জঙওয়ে, তিনাশে কামুনজুকামওয়ে।

বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাঈম শেখ, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, শরিফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, জুলাই ১৫, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।