ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

ক্রিকেট

পাকিস্তান সিরিজের আগে ইংল্যান্ড দলে করোনার হানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৩, জুলাই ৬, ২০২১
পাকিস্তান সিরিজের আগে ইংল্যান্ড দলে করোনার হানা

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর মাত্র দুই দিন আগে ইংল্যান্ড শিবিরের তিন ক্রিকেটার ও চার জন সাপোর্ট স্টাফ করোনা পজিটিভ হয়েছেন। স্কোয়াডের বাকি সদস্যরা এখন বাধ্যতামূলকভাবে আইসোলেশনে চলে যাবেন।

 

এক বিবৃতিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, গতকাল সোমবার ব্রিস্টলে খেলোয়াড় ও স্টাফদের পিসিআর টেস্ট করা হয়। যার ফলাফল আসে আজ মঙ্গলবার। সেই ফলাফলেই ৭ জনের করোনা পজিটিভ আসে। তবে করোনা আক্রান্তদের নাম প্রকাশ করা হয়নি।

তবে ইংল্যান্ড দলে করোনার হানা সত্ত্বেও পাকিস্তান সিরিজ চলবে বলে জানিয়েছে ইসিবি। তবে এজন্য আক্রান্তদের বাদ দিয়ে নতুন করে দল ঘোষণা করা হবে। সেই দলের অধিনায়ক হবেন অলরাউন্ডার বেন স্টোকস। আর করোনা পজিটিভ সদস্যরা চলে যাবেন কোয়ারেন্টিনে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জুলাই ০৬, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।