ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

উইন্ডিজের বিপক্ষে ১ রানের রোমাঞ্চকর জয় দ. আফ্রিকার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, জুন ৩০, ২০২১
উইন্ডিজের বিপক্ষে ১ রানের রোমাঞ্চকর জয় দ. আফ্রিকার দক্ষিণ আফ্রিকার জয়ের নায়ক স্পিনার শামসি/ছবি: সংগৃহীত

শেষ ওভারে জয়ের জন্য ১৪ রান দরকার ছিল ক্যারিবীয়দের। কিন্তু কাগিসো রাবাদার করা সেই ওভারে ১৩ নিয়ে পারেন ফ্যাবিয়ান অ্যালেন ও ডোয়াইন ব্রাভো।

ফলে ১ রানের রোমাঞ্চকর জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

মঙ্গলবার রাতে গ্রানাডার সেন্ট জর্জে ন্যাশানাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬৭ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৭২ রান করেন কুইন্টন ডি কক। এছাড়া ভ্যান ডার ডুসেন ৩২ ও অ্যাইডেন মার্করাম ২৩ রান করেন। ক্যারিবীয় বোলার ওবেড ম্যাকয় ৪টি উইকেট লাভ করেন। এছাড়া ডোয়াইন ব্র্যাভো নেন তিন উইকেট।  

১৬৮ রানে লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৬ দশমিক ৫ ওভারেই ৫৫ রান তুলে নিয়েছিল উইন্ডিজ। এরপর ৪ ওভার বল করে মাত্র ১৩ রানে ২ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন প্রোটিয়া স্পিনার তাবরাইজ শামসি। শেষ পর্যন্ত এক রানে হার মানতে হয় টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়নদের। এ জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জুন ৩০, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।