ঢাকা, মঙ্গলবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০, ৩০ মে ২০২৩, ১০ জিলকদ ১৪৪৪

ক্রিকেট

শেখ জামালের জয়ের নায়ক জিয়া-তানভীর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, জুন ১১, ২০২১
শেখ জামালের জয়ের নায়ক জিয়া-তানভীর ছবি: বাংলানিউজ

ব্যাট হাতে প্রাইম দোলেশ্বরকে লড়াকু সংগ্রহ এনে দিয়েছিলেন ইমরান উজ্জামান ও শামিম হোসেন। কিন্তু তাদের দুটি চমৎকার ইনিংস বিফলেই গেল।

কারণ জিয়াউর রহমান ও তানভীর হায়দারের ব্যাটে ভর করে জয় ছিনিয়ে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

শুক্রবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সপ্তম রাউন্ডের ম্যাচে বিকেএসপির ৪ নম্বর মাঠে শেষ বলে মিমাংসা হওয়া ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব জিতেছে ৩ উইকেটে।

শেখ জামালের সামনে লক্ষ্য ছিল ১৬৭ রানের। শেষ ওভারে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ১১ রানের। ম্যাচটি নিষ্পত্তি হয় শেষ বলে। ফরহাদ রেজার বলে এক রান নিয়ে শেখ জামালকে জয়ের বন্দরে পৌঁছে দেন সোহরাওয়ার্দি শুভ।

 শেখ জামালের জিয়াউর রহমান ৩৩ বলে ৫৩ রান করে আউট হলেও ৩৪ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন তানভির হায়দার।  

প্রাইম দোলেশ্বরের কামরুল ইসলাম ৪টি উইকেট নেন।

এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৬ রান করে প্রাইম দোলেশ্বর। ইমরানুজ্জামান ৬৫ ও শামীম হোসেন ৪৯ রান করেন।  

শেখ জামালের জিয়াউর রহমান ও ইলিয়াস সানি ২টি করে উইকেট নেন।

ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জিয়াউর রহমান।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জুন ১১, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Alexa