ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

মিরাজ-জহুরুলের ফিফটিতে খেলাঘরের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৬, জুন ৪, ২০২১
মিরাজ-জহুরুলের ফিফটিতে খেলাঘরের জয়

মেহেদি হাসান মিরাজ ও জহুরুল ইসলাম অমির ফিফটিতে ভর করে লিজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শুক্রবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৭ উইকেটের জয় পেয়েছে খেলাঘর।

রূপগঞ্জের দেওয়া ১৩৯ রানের টার্গেটে খেলতে নেমে ৩ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌছে যায় খেলাঘর।

লক্ষ্য তাড়ায় নেমে খেলাঘরের মিরাজ ৪৫ বলে ৫৪ রান করে আউট হলেও ৪৪ বলে ৫৩ রানে অপরাজিত থাকেন জহুরুল ইসলাম।  

ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য খেলাঘরের দরকার ছিল ৮ রান। সোহাগ গাজীর করা সেই ওভারের প্রথম বলে একটি রান নেন সালমান হোসেন। এরপর টানা দুটি চার মেরে নিজের হাফ-সেঞ্চুরির পাশাপাশি দলকে জেতান জহুরুল।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৮ রান সংগ্রহ করে রূপগঞ্জ। আল-আমিন ৪২ বলে ৫১ রান করেন। এছাড়া আজমির আহমেদ করেন ২১ বলে ২৮ রান।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জুন ০৪, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।