ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

কোচদের খুশি করতে না পারায় দলের বাইরে ইমরুল কায়েস!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
কোচদের খুশি করতে না পারায় দলের বাইরে ইমরুল কায়েস!

এমন নয় যে, ইমরুল কায়েসের ফর্ম খারাপ। সর্বশেষ ১০ ইনিংসের দুটিতে আছে সেঞ্চুরি।

আছে ৩টি ফিফটিও। এমনকি সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগেও (এনসিএল) তার ব্যাট হেসেছে। কিন্তু তারপরও জাতীয় দলে জায়গা হয় না এই বাঁহাতি ব্যাটসম্যানের। এর পেছনে কারণ হিসেবে কোচদের খুশি করতে না পারার কথা জানালেন ইমরুল নিজেই।

সর্বশেষ শ্রীলঙ্কাগামী দলে রাখা হয়নি ইমরুল কায়েসকে। অথচ এবার স্কোয়াডের সদস্য ২১ জন। দলে সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞরা অনুপস্থিত। তা সত্ত্বেও প্রাথমিক দলেও জায়গা না পাওয়ায় বেশ হতাশ ইমরুল এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি হয়তো বা কোচদের পছন্দের খেলোয়াড় হতে পারিনি কখনো। প্রথমে যখন আসে তখন তাদের খুশি করতে পারি না। তাদের চাওয়া মতো অবদান রাখতে পারি না। ’

খেলোয়াড়দের প্রতি কোচদের বিশ্বাস রাখা জরুরি বলে মনে করেন ইমরুল। তবে ম্যানেজম্যান্টের দায়টা এক্ষেত্রে বেশি বলে মত তার, ‘জেমি সিডন্স থেকে শুরু করে হাথুরুসিংহে পর্যন্ত সবাই শুরুতে আমাকে পছন্দ করেনি কিন্তু দেখতে দেখতে একসময় পছন্দ করা শুরু করে এবং আমার ওপর বিশ্বাস করেছে। একটা খেলোয়াড়ের প্রতি কোচের বিশ্বাস রাখাটা খুব বড় ব্যাপার। বিদেশি কোচরা আসে, বেনিফিট নিয়ে চলে যায়। তারা আমাদের সম্পর্কে খুব বেশি জানে না। কিন্তু টিম ম্যানেজমেন্ট তো জানে আমরা কি করছি দেশের জন্য। আমার মনে হয় তাদের একটু বিবেচনা করা উচিত। বিদেশি কোচের কথায় হুট করেই আমাদের বাদ দিয়ে দেয় ম্যানেজমেন্ট- বিষয়টা দুঃখজনক। ’

সদ্য সমাপ্ত নিউজিল্যান্ড সফরের দলে কন্ডিশনের কারণে ডাক পড়েনি ইমরুলের। অথচ কিউইদের মাটিতেই দুইবার সফর করে এসেছেন তিনি। এর মধ্যে একবার হয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহকও। ফলে আফসোসটা তার একটু বেশিই, ‘যখন দেখলাম, নিউজিল্যান্ড সফর থেকে আমাকে কন্ডিশনের কারণে বাদ দেওয়া হয়েছে, তখন আমার খারাপটা বেশি লেগেছে। টিম কম্বিনেশনের কারণে বাদ দিতে পারে কিন্তু কন্ডিশনের কারণে যদি বাদ দেয়, সেটা আমার জন্য খুব দুঃখজনক। দুইবার নিউজিল্যান্ডে খেলতে গিয়েছি। দুইবারই ভালো করেছি। একবার সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলাম, একবার দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলাম। এদিক থেকে আমার বাদ পড়ার প্রশ্ন উঠে না। ’

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।