ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ক্রিকেট

শেষ ম্যাচে অধিনায়ক লিটন, ছিটকে গেলেন মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
শেষ ম্যাচে অধিনায়ক লিটন, ছিটকে গেলেন মাহমুদউল্লাহ

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি হেরে ইতোমধ্যেই সিরিজ হাতছাড়া করেছেন টাইগাররা। তবুও নিয়ম রক্ষার শেষ টি-টোয়েন্টিতে অকল্যান্ডে দুপুর ১২টায় মাঠে নামার কথা বাংলাদেশের।

তবে বৃষ্টির কারণে টসে বিলম্ব হচ্ছে।

এ ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। ইনজুরিতে তার খেলা হচ্ছে না। মাহমুদউল্লাহর পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাশ।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর বাঁ ঊরুতে টান পড়ে। চোট নিয়ে খেলে গেলেও শেষ ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট নন তিনি।

শেষ ম্যাচে মাঠে নামার আগে মাহমুদউল্লাহর অনুপস্থিতি নিশ্চিতভাবেই পিছিয়ে দিল বাংলাদেশকে। তার পরিবর্তে মোসাদ্দেক হোসেনের একাদশে থাকার সম্ভাবনা প্রবল।

এদিকে মাহমুদুল্লাহ’র অবর্তমানে বাংলাদেশকে নেতৃত্ব  আজ দেবেন লিটন দাশ। এর মধ্যে দিয়ে সপ্তম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে লিটনের।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।