ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

আমরা ভাল ক্রিকেট খেলিনি: তামিম

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
আমরা ভাল ক্রিকেট খেলিনি: তামিম তামিম ইকবাল

আরেকটি বড় ব্যবধানের পরাজয়। আরেকটি হোয়াইটওয়াশের লজ্জায় ডুবলো বাংলাদেশ।

 

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হেরেছে টাইগাররা। শেষ ম্যাচে ব্যাটসম্যান-বোলারদের ব্যর্থতায় ১৬৪ রানের পরাজয়ের দায় নিজেদের কাঁধে তুলে নিয়েছে বাংলাদেশ। আর জয়ের কৃতিত্ব দিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ডকে।  

আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছে কিউইরা। নিজেদের মাটিকে একেবারে যেন অপরাজেয় দূর্গঘাঁটি বানিয়ে রেখেছে ব্ল্যাক ক্যাপরা। অন্যদিকে প্রথম দুই ম্যাচে হারের পর হোয়াইটওয়াশ এড়াতে শেষ ম্যাচে ঘুরে দাঁড়াতে চেষ্টায় ছিল বাংলাদেশ। কিন্তু হলো উল্টোটা। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ব্যর্থ বাংলাদেশ।  

এমন এক অস্বস্তিকর সিরিজ হারের পর প্রতিপক্ষকে কৃতিত্ব দিয়েছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি মনে করি, বোলিংয়ে আমরা ভালো শুরু করেছিলাম। ৫০-এর ঘরে থাকতেই তারা তিনজনকে হারিয়ে ফেলেছিল। কিন্তু ঐ দ ‘জন (ডেভন কনওয়ে ও ড্যারিল মিচেল) খুব ভালো ব্যাট করেছে। নিউজিল্যান্ডকে কৃতিত্ব দিতে হয়। এই সিরিজে তারা অসাধারণ ছিল। ’ 

দ্বিতীয় ম্যাচে রানের দেখা পেলেও শেষ ম্যাচে আবারও ব্যর্থ হয়েছেন তামিম। কেবল তিনি-ই নন, মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাট ছাড়া হাসেনি কারও ব্যাট। অন্যদিকে প্রথম দুই ম্যাচে দলে সুযোগ না পেলেও তৃতীয় ম্যাচে ৩ উইকেট নিয়ে টাইগারদের সফল বোলার রুবেল হোসেন। কিন্তু এই দুজনের দুর্দান্ত পারফর্ম্যান্স সত্ত্বেও কিউইদের হাত থেকে বড় ব্যবধানের পরাজয় এড়াতে পারেনি টাইগাররা।  

এই হারের জন্য অবশ্য কোনো অজুহাত দাঁড়া করাচ্ছেন না তামিম। নিউজিল্যান্ড সফরে গিয়ে ১৪দিনের কোয়ারেন্টিন শেষে মাত্র কয়েকদিনের অনুশীলন সারতে পেরেছিল রাসেল ডমিঙ্গোর দল। কিন্তু সিরিজ হারের পেছনে এসবকে দাঁড় করাতে অনিচ্ছুক তামিম, ‘বিশ্বের এই প্রান্তে এসে ৩০০ রান তাড়া করা সম্ভব, কিন্তু আমরা ভালো ব্যাট করতে পারিনি। আমাদের ব্যাটিংয়ে অনেক বাজে শট ছিল। তবে সব মিলিয়ে, ব্ল্যাক ক্যাপস খুব ভালো দল। আমরা শুরতেই দুই উইকেট হারিয়েছি এবং যখন তিন উইকেট পড়লো, ম্যাচটি খুব কঠিন হয়ে গেলো। আমি এমন লোক নই যে, অজুহাত হিসেবে কোয়ারেন্টিনে থাকা বা অনুশীলনের যথেষ্ট সুযোগ না পাওয়াকে দাঁড় করাবো। সহজভাবে বললে, আমরা ভাল ক্রিকেট খেলিনি। ’ 

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শুক্রবার (২৬ মার্চ) ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ১৬৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৩১৮ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে ১৫৪ রান তুলতেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।