ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

বাংলাদেশের পতাকা উড়লো ওয়েলিংটনে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
বাংলাদেশের পতাকা উড়লো ওয়েলিংটনে

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর তথা সুবর্ণ জয়ন্তীতে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে খেলতে নেমেছেন তামিম-মুশফিকরা। আর কিউইদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নামার আগে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।

এসময় জাতীয় সংগীত গাওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশের পতাকা উত্তোলন করেন বিসিবির পরিচালক জালাল ইউনুস ও নির্বাচক হাবিবুল বাশার।

এদিন হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা। তৃতীয় ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।