ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

এই রানে লড়াই করা চলে না: তাসকিন

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
এই রানে লড়াই করা চলে না: তাসকিন

বাংলাদেশের এবারের নিউজিল্যান্ড সফরের শুরুটা ভালো হয়নি। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটে-বলে ব্যর্থ তামিম-মুশফিকরা।

ফলে হারতে হয়েছে বড় ব্যবধানেই। প্রথমে ব্যাট করে বাংলাদেশ মাত্র ১৩১ রানে অলআউট হওয়। ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা।

আসলে বাংলাদেশের ব্যাটসম্যানরাই বোলারদের হতাশ করেছে। কেননা প্রথমে ব্যাট করে ভালো পুঁজি এনে দিতে পারেননি তারা। তাইতো দলের পেসার তাসকিন আহমেদ জানিয়েছেন, এই রানে বোলারদের কিছুই করার ছিল না।

ম্যাচ শেষে তাসকিন বলেন ‘নিউজিল্যান্ডে এসে আমাদের বোলাররা ভালো প্রস্তুতি নিয়েছে। এমনকি কোয়ারেন্টাইনে থাকার সময়ও ক্রাইস্টচার্চে পরের সাতদিন অনুশীলন করেছি। ২৬০ হলে গল্পটা ভিন্ন হতে পারত। এই রানে লড়াই করা চলে না। ’

তাসকিন বলেন, ‘দুর্ভাগ্য যে আমরা ব্যাটিংয়ে একদমই ভালো শুরু করতে পারিনি। যদি আমরা ২৬০ থেকে ২৭০ করতে পারতাম ম্যাচের চেহারা ভিন্ন হতে পারত। কিন্তু সেটি করতে আমরা ব্যর্থ হয়েছি। ১৩২ রানে বোলারদের তেমন কিছুই করার ছিল না। ’

তাসকিন আরও বলেন, ‘আমরা পরের দুটি ম্যাচের দিকে তাকিয়ে আছি। নিউজিল্যান্ডের মাটিতে খেলা সবসময়ই কঠিন। পরের ম্যাচে আমরা সেরাটা দিয়ে লড়বো আশা করি। কোনো সন্দেহ নেই নিউজিল্যান্ড বিশ্বসেরা দলের একটি। নিজেদের মাটিতে তারা কতটা ভয়ঙ্কর তা আমরা জানি। এখানে ২৮০ বা ৩০০ রান করতে পারলে ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। যদি তাদেরকে হারাতে চাই ব্যাট-বল দুই দিকেই ভালো করতে হবে। ’

আগামী ২৩ মার্চ ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, মার্চ ২০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।