ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

ক্রিকেট

এবার মোতেরার পিচ নিয়ে ভারতকে ইনজামামের খোঁচা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ৩, ২০২১
এবার মোতেরার পিচ নিয়ে ভারতকে ইনজামামের খোঁচা ইনজামাম উল হক

ব্যাটসম্যানদের ‘মৃত্যুকূপ’ হিসেবে ইতোমধ্যে পরিচিত হয়ে ওঠেছে আহমেদাবাদের মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়াম। বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের পিচের ‘চরিত্র’ নিয়ে এখনও চলছে নানা নানা আলোচনা-সমালোচনা।

 

বৃহস্পতিবার (০৪ মার্চ) মোতেরায় শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের চার টেস্ট সিরিজের শেষ বা চতুর্থ ম্যাচ। তবে একই ভেন্যুতে হওয়া তৃতীয় টেস্টের পিচ নিয়ে বিতর্ক এখনও চলছে সমানতালে। এবার সেই বিতর্কে হাওয়া দিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। তিনি বলেন, ‘আইসিসির উচিত
এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ’ 

ইনজামাম বলেন, ‘শেষ কবে টেস্ট ম্যাচ মাত্র দু’দিনে শেষ হয়েছিল তা আমার মনে পড়ছে না। ভারত কী ভাল খেলে জিতেছে? নাকি এই উইকেট তাদেরকে জিতিয়ে দিল? এমন উইকেটে টেস্ট ম্যাচ হওয়া উচিত? ভারত ভাল খেলছিল। অস্ট্রেলিয়াতেও আমরা দারুণ খেলতে দেখেছি ভারতকে। কিন্তু এমন উইকেট তৈরি করলে টেস্ট ক্রিকেটের উন্নতি অসম্ভব। ’ 

সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান আরও বলেন, ‘এক দিনের মধ্যেই ১৭ টা উইকেট পড়ে গেল! ঘরের মাঠে খেলার সুবিধা অবশ্য সবাই নিতে চাইবে। তবে এই ধরনের উইকেট তৈরির কোনো মানে হয় না। ’ 

পাকিস্তানের সাবেক ক্রিকেটারের আগে মোতেরার পিচ নিয়ে মুখ খুলেছিলেন মাইকেল ভন, ভিভ রিচার্ডস, গৌতম গম্ভীর, ডেভিড লয়েড, শোয়েব আখতারদের মতো তারকারা। তাদের মধ্যে কয়েকজন সমালোচনা করেন এমন পিচের জন্য। তার মধ্যে কোপানো মাটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করে ভারতের পিচ নিয়ে কটাক্ষ ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার মাইকেল ভন। আবার রিচার্ডর্সের মতো কিংবদন্তি ক্রিকেটার এর পক্ষে গুণগানও করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।