ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

শ্রীলঙ্কা সফরে ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শক জ্যাক ক্যালিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
শ্রীলঙ্কা সফরে ইংল্যান্ডের ব্যাটিং পরামর্শক জ্যাক ক্যালিস

আগামী মাসে ইংল্যান্ড ক্রিকেট দলের শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ সফরের জন্য ইংলিশদের ব্যাটিং পরামর্শক করা হয়েছে জ্যাক ক্যালিসকে। তবে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে এই সফরটি ইংল্যান্ড খুবই সতর্কতার সঙ্গে করবে।

গত সপ্তাহে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ব্যাটিং, পেস ও স্পিন বোলিং কোচের নিয়োগ চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। তবে দক্ষিণ আফ্রিকার সাবেক এই অলরাউন্ডারকে শুধুমাত্র পরামর্শক হিসেবেই নেওয়া হয়েছে। যেখানে গত গ্রীষ্মে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে জোনাথন ট্রটকে  ও দক্ষিণ আফ্রিকায় সাদা বলের ক্রিকেটের জন্য মার্কাস ট্রেসকথিককে নেওয়া হয়েছিল।

যদিও ক্যালিস চাচ্ছেন না ইংল্যান্ডের ভারত সফরে টেস্ট সিরিজে থাকতে। তিনি শ্রীলঙ্কা সফর নিয়েই ভাবছেন।

এর আগে ক্যালিস গত বছর দক্ষিণ আফ্রিকার ইংল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারের সময় প্রোটিয়াদের ব্যাটিং পরামর্শকের কাজ করেছেন।

আগামী ২ জানুয়ারি ইংলিশ দল হাম্বানটোটার উদ্দেশ্যে রওয়ানা দেবে। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি গলে শুরু হবে ১৪ জানুয়ারি।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।